পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—সনাতন ও দস্থা সনাতন নিজের গাত্ৰ-বস্ত্রখানি অঙ্গ হইতে খুলিয়া বৃদ্ধের অঙ্গে জড়াইয়া দিয়া কহিলেন, “আপনি দয়া করে গ্রহণ করুন।” বৃদ্ধ স্তব্ধ হইয়া সনাতনের পানে চাহিয়া রহিল ; সনাতন আর তাহার দিকে না ফিরিয়া পথ অতিক্রম করিয়া দ্রুতপদে চলিতে লাগিলেন। ক্রমে মধ্যাহ্ন হইল ; গ্রাম প্রান্তে বৃক্ষতলে বিশ্রামার্থে উভয়ে উপবেশন করিলেন—ঈশান ভিক্ষা করিয়া যৎকিঞ্চিৎ আনিলেন— উভয়ের সেবা হইল। আবার পথ চলিতে লাগিলেন । পথ পাৰ্ব্বত্য, কখন উঠিতে হইতেছে, কখন বা নামিতে হইতেছে। দিল্লী বা . পাটনা হইতে বাঙ্গাল প্রবেশের তিনটা পথ ছিল। পথের পাশে দুরতিক্রম্য পৰ্ব্বত। সনাতন পাতড় পৰ্ব্বতের পথ ধরিলেন। ঈশান আপত্তি তুলিয়া বলিলেন, "এ পথে দস্থ্য ভয়, অন্তপথে চলুন।” সনাতন । আমাদের কি আছে ঈশান যে, আমরা দস্ল্যুভয় করিব ? ঈশান। প্রাণটা ত আছে । এখন ঈশান পনরখানি স্বর্ণ মুদ্রা গোপনে সঙ্গে আনিয়াছিলেন । ভয়, পাছে চোরে তাহা কাড়িয়া লয়। সনাতন একটু সনেই করিলেন, কিন্তু তাহা প্রকাশ না করিয়া কছিলেন, “প্রাণ o/ কেহ লইতে পারে না ঈশান ; কৰ্ত্ত একজন, তিনিই কেবল লইতে পারেন ।” ঈশান কোনও উত্তর না করিয়া সনাতনের পশ্চাৎ পশ্চাৎ ృష్క్రిసి