পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী প্রভুকে স্মরণ করিয়া মনে মনে কহিলেন, “প্রভু এ ব্যক্তি আমারই ন্যায় মহাপাপী ; আমাকে বিষয়-কূপ হ’তে উদ্ধার করেছ, একে ও উদ্ধার কর দয়াময় ।” তারপর প্রকাশে দস্থ্যকে কহিলেন, “অর্থ নইলে কেন দিন চলবে না ভাই ? আমার ত কিছু নেই, তবু ত দিন চলছে। আর এখন ষে ভাবে মুখে চলছে আগে ত সে ভাবে চলে নি।” । দম্য । ক্ষিদে পেলে কর কি ? সন। তাকে ডাকি ; যিনি তোমাকে আমাকে, রাজাকে পাৎসাকে খাওয়াচ্ছেন, তাকে ডাকি ; তিনি আহার যোগান। দস্থ্য । কা’কে ডাক ? সে কে ? সনা । যিনি তোমাকে আমাকে, আকাশ পৃথিবী, চন্দ্রস্থৰ্য্য স্বষ্টি করেছেন ; তার নাম ভগবান । দস্থা। ভগবান ? এ নাম ত কখন শুনিনি। তিনি দেখতে কেমন ? থাকেন কোথায় ? সনা । তিনি বড় সুন্দর , এত সুন্দর জগতে আর কিছু নেই । তিনি থাকেন সকল স্থানে । দস্থ্য । আমার আশে পাশে আছেন ? সনা । নিশ্চয় আছেন ; ডাকলেই তিনি দেখা দেন। দস্থ্য । আমি তাকে ডাকব ? কি বলে ডাকৃতে হয় ? সন। ডাক, ডাক, তাকে কৃষ্ণ বলে ডাক। ঐ নীল মেঘের S१२