পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী দস্থ । আচ্ছা, আমি একবার ডেকে দেখ ব ? ভয় নেই ত ? সনা । সে নামে ভয় ? ওরে সে নামে যে ভয় যায়। দসু্য। না, ডাকব না, আমার বাপ পিতাম’ ‘যা’ কখন করে নি, তা? কেন তোমার কথায় করতে যাব ? সনাতন আর কিছু না বলিয়া কৃষ্ণ নাম করিতে লাগিলেন ; ক্ষণকাল পরে ঈশান শুনিল, দস্থ্যও সনাতনের সঙ্গে নাম করিতেছে ; প্রথমে ধীরে, মৃদুস্বরে ; ক্রমে সুর চড়িতে লাগিল, অবশেষে সনাতনের কণ্ঠ ছাপাইয় তাহার কণ্ঠ উঠিল । রাত্রি প্রহরের পর প্রহর বাহিত হইয়া চলিল। তিনটী হৃদয়যন্ত্র এক স্বরে বাজিয়া চলিল। ব্যোম স্বরময়, হৃদয় কৃষ্ণময়। সনাতন নামের সঙ্গে কি শক্তি সঞ্চার করিয়াছিলেন জানি না, কিন্তু কৃষ্ণ নাম দসু্যর জিহব। সহসা ত্যাগ করিতে পারিল না। নাম প্রভাবে তাহার দেহ কাপিতে লাগিল, চক্ষু অশ্রুময় হইল, কণ্ঠ রুদ্ধ হইয়। আসিল । যখন সে আর সামলাইতে পারিল না, তখন সনাতনের চরণের উপর লুটাইয়া পড়িয়া কাদিতে কাদিতে বলিল, “ঠাকুর আমায় দয়া কর।” সনাতন। কৃষ্ণ তোমায় কৃপা করেছেন ; এখন আমি যাই, রাত্রি প্রভাত হ’য়ে এসেছে। দসু্য। আমাকে দয়া করে তোমার সঙ্গে লও প্রভু! সনা। তোমার কাজ এইখানে, আমার সঙ্গে নয়। - »ፃ 8