পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী হইতে পারে, কিন্তু ভগবান স্বয়ং যাহা বলিয়া গিয়াছেন, তাহা মিথ্যা হইতে পারে না। শুক্লাম্বর। স্বীকার করিলাম, ধৰ্ম্মের গ্লানি উপস্থিত হইয়াছে, কিন্তু তাহার প্রতিকার কি ? ভগবান আসিয়া কি করিবেন ? আচাৰ্য্য। যুগে যুগে এক ভাবের গ্লানি উপস্থিত হয় না, বা একরূপেই তাহার প্রতিকার হয় না। দয়াময় এবার শাসন করিতে আসিতেছেন না, এবার ভালবাসা বিলাইতে আসিতেছেন। এস আমরা সকলে মিলিয় তাহাকে ডাকি ; তিনি দয়াময়, ভক্তের আহবান উপেক্ষা করিয়া কিছুতেই থাকিতে পরিবেন না । ডাকে সাড়া তিনি চিরদিন দিয়াছেন, এবার ও দিবেন। ডাক শ্ৰীনিবাস, তোমার কৃষ্ণকে ডাক — · “চেয়ে আছে জগৎ সতৃষ্ণ, এস জগতের প্রাণ, এস প্রাণের প্রাণ, এস নয়নাভিরাম কৃষ্ণ । এস চিৎ, এস রসকান্তি, এস জগতের আলো, ' এস রাধিকার কালো, এস দয়, এস ক্ষমা শাস্তি। এস হরি এস প্রাণ বঁধু হে, এস শক্তি, এস কৰ্ম্ম, এস জ্ঞান, এস ধৰ্ম্ম, এস প্রতি, এস গীতিগন্ধ । 8