পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—সনাতন পথে দস্থ্য। আমার কি কাজ প্রভু ? সনা । যাদের নিয়েছ, এখন তাদের দাও । পথিক পেলে, সাদরে নিয়ে এসে সেবা কর ; আর দিবারাত্র কৃষ্ণ নাম কর । সনাতন পথ ধরিলেন ; দস্থ্য বিবশচিত্তে পড়িয়া রহিল । তৃতীয় অধ্যায় { eعto s ー。※:ー সনাতন পথে “কিন্তু ঈশান, তোমার আর আমার সঙ্গে যাওয়া হ’তে পারে ; ন—তুমি এই খান হ’তে ফের ।” “কেন প্রভু, দাসের অপরাধ ?” “তুমি এখনও বিষয় বাসনা ছাড়তে পার নি।” “প্ৰভু আমায় ক্ষমা করুন।” “দুঃখিত হইও না ঈশান, আজিও তোমার বিষয়-বুদ্ধি যায় নাই। এক দিন যাবে, তখন শত শত শিষ্য তোমার পিছনে ফিরিবে । এখন যাও ।” У Ф ф