পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রসনাতন গোস্বামী “প্ৰভু, তুমি আমার জগন্নাথ, আমার কৃষ্ণ, আমার স্বামী ; দেখা দে শু, দয়াসিন্ধো ।” শ্রীকান্ত ডাকিলেন, “উজির সাহেব !” সনাতনের যোগভঙ্গ হইল , তিনি চক্ষু মেলিয়া দেখিলেন । শ্ৰীকান্তকে চিনিলেন। ধীরে ধীরে উঠিয়া বসিলেন ; বলিলেন, “আমি আর উজির নই, আমি সনাতন ।” শ্রীকান্ত । আচ্ছ। সনাতন, তোমার এ বুদ্ধি হ’ল কেন ? সন। এতদিন হয়নি কেন, তাই বলছ ? কি করব ভাই, তিনি যখন যেমন বুদ্ধি দেন,তখন তেমনি করি । শ্ৰী । গৌড়ের উজির আজ ধূলিশয্যায় ! উঠ, উঠ ভাই, চল আমার ঘরে চল । স। তার হুকুম না পেলে ত আমি যেতে পারি না । ঐ। তার এখন দেখা পাবে কোথা ? স। দেখা পেতে হবে না, তিনি সকল সময় আমার বুকের ভিতর থেকে আমায় আদেশ করছেন । 3)। প্রভু দয়াল হয়ে এমন আদেশ করতে পারেন না যে, তুমি গাছের তলায় মাটীতে পড়ে থেকে শীতে কষ্ট পা ও । স। তিনি ও যে এমনি করে, এর চেয়ে ও বেশী কণ্ঠ পেয়েছেন, শ্রীকান্ত দাদা ! শ্ৰী। তার আবার কষ্ট কি ? তিনি হ’লেন ঠাকুর দেবতা । እ ፃb”