পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—সনাতন পথে স । ভগবানকে পেতে হ’লে কি রকম দুঃখ কষ্ট স্বীকার করতে হয়, তা’ তিনি নিজে আচরণ ক’রে জগতকে দেখিয়েছেন । শ্ৰী । তোমার সঙ্গে কথায় কোন কালে পারি নি, এখনও পারব না । ভাল, তোমার জন্তে না হয় এই খানেই শয্যা আনিয়ে দি ? স। ছি, শয্যাতেই যদি শোব, তবে এখানে কেন ? ঐ । গায়ের একটা কাপড় এনে দি ? স । ক্ষমা কর । শ্রী । আমার গায়ের শালথান ল ও । স। ছিছি ! শ্ৰী । একটা কম্বল এনে দি ? সনাতন আiপত্তি করিলেন না । শ্ৰী। কিছু খাবার ? স। একখানা রুটী । শ্ৰীকান্ত মনে মনে ভারি চটিয়াছেন ; ভাবিতেছিলেন তোমাকে এইখান হ’তে ফেরাব, তবে আমার নাম শ্রীকান্ত । গাছতলায় পড়ে না থাকলে সাধু হওয়া যায় না ! এ আবার কি চং ? তোমার ওষুধ দিচ্ছি । শ্রীকান্ত বকিতে বকিতে প্রস্থান করিলেন ; এবং মনে মনে এক পরামর্শ অ্যাটিয়া ব্যাঘ্র-বিক্রেতা প্রভূতি কয়েকজনকে > Գ Ջ