পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়—আহবান সম্বরি বিরাট রূপ রুদ্র, অসীম সসীম হয়ে, এস হে গোপীল হ’য়ে, ছোটে বুকে এস হয়ে ক্ষুদ্র ॥ মায়া-কারাগারে ধরা-বদ্ধ, এস জ্ঞান জড় দেহে, এস মুক্তি কারাগৃহে, এস প্রীতি, এস গীতিগন্ধ । এসেছিলে শাসিতে ও নাশিতে এবার বঁাশরী তব গাবে গান অবিরত, এবার অসিছ ( শুধু ) ভালপাসিতে ॥” সঙ্গীত-ঝঙ্কার আকাশ-পৃথিবী প্লাবিত করিয়া সকতের প্রার্থন লইয়া কোথায় ছুটিল। যাহারা আহবান করিতেছিলেন, তাহারা যুক্তকর, গলদশ্রু, ভক্তিবিহবল ৷ আচার্য্য অনুভব করিলেন, পৃথিবী-ব্যোম স্তব্ধ হইয়াছে—একটা অব্যক্ত শক্তি র্তাহাকে যেন বেষ্টন করিয়াছে—একটা মহাজ্যোতিঃ যেন আকাশতলে ফুটিয়া উঠিয়াছে। তাহার অঙ্গ কণ্টকিত হইল ; তিনি আবেগে কাপিয়৷ উঠিলেন । সঙ্গীত-ঝঙ্কার শূন্তে মিলাইতে না মিলাইতে প্রবাসের সহোদর ঐনিধি শ্ৰীকান্ত প্রভূতি কয়েকজন বৈষ্ণব ব্যস্ততাসহ ছুটিয়া আসিয়া আচার্য্যের চরণে পতিত হইলেন ; কহিলেন, “আচাৰ্য্য, রক্ষা কর, আমাদের ধৰ্ম্ম আর থাকে না ; আপনার উপদেশমত (t