পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় –সনাতন প্রভুর চরণে সনাতন ভাবিলেন, চন্দ্রশেখর বুঝি আর কাহাকে সম্ভাষণ করিতেছেন ; তাহাকে যে প্রভু ডাকিবেন ইহা তিনি প্রত্যয় করিতে পরিলেন না। পশ্চাতে ফিরিয়া দেখিলেন, কেহ কোথা ও নাই ; বলিলেন, “প্রভৃ কা’কে ডাকছেন ?” “আপনাকে ৷” “আপনি ভুল শুনেন নি ?” “না, আপনি চলুন।” তথাপি সনাতনের বিশ্বাস হইল না। বলিলেন, “আপনি দয়া করে পুনরায় জিজ্ঞাসা করে আসুন । আপনার শুনতে ভুল হ’য়ে থাকবে। আমার স্থায় অস্পৃশু পামরকে প্রভূ কেন ডাকবেন ?” “যে জগতের নিকট হেয় ঘৃণ্য, তাকেই ত প্রভূ বুকে ধরেন।” সনাতন তখন কঁাপিতে লাগিলেন ; তাহার চক্ষু বহিয়৷ বারিধারা ছুটিল ; দ্বার-পথ সিক্ত হইল। সনাতন কম্পিত দেহে যুক্তকরে চন্দ্রশেখরের অনুসরণ করিলেন ; এবং ভিতর প্রকোষ্ঠে আসিয়া দূর হইতে প্রভুকে দর্শন করিবামাত্র ভূম্যবলুষ্ঠিত হইলেন । প্রভু মৃদু হাস্ত সহকারে সনাতনকে আলিঙ্গন করিতে উঠিলেন। সনাতন ভদ্বষ্টে ঝটিতি উঠিয়া পশ্চাৎ হটিতে লাগিলেন ; সকাতরে যুক্তকরে বলিতে লাগিলেন, “আমাকে স্পর্শ করিবেন না, প্রভূ—” - >b@