পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী কিন্তু যেদিন তিনি প্রভুকে দেখিলেন, সেদিন তিনি মনঃপ্রাণ প্রভুর চরণে উৎসর্গ করিয়া তঁহার দাসানুদাস হইয়। রছিলেন । কিন্তু তাহার বড় দুঃখ যে, মহাজ্ঞানী ও গৰ্ব্বী প্রকাশনন্দ সরস্বতী, প্রভুকে চিনিলেন না। প্রকাশানন্দের দশ সহস্ৰ সন্ন্যাসী শিষ্য ; তিনি বেদে অদ্বিতীয়, যশে প্রতিদ্বন্দ্বীহীন, সন্মান অক্ষুন্ন, প্রতিপত্তি ভারতব্যাপ্ত। বিদ্যা ও জ্ঞানের নিকেতন বারাণসি ধামের কেহ যদি একছত্রি সম্রাট থাকে, তবে তিনি প্রকােশানন্দ সরস্বতী। ইনি প্রভুর প্রবল শত্র ; কাহাকেও প্রভুর নিকট আসিতে দেন না ; প্রভুর অপযশ গাইয়। তিনি সকলকে নিরস্ত করেন। যমুনাতীর্থের বিশ্বাস, যদি সরস্বতী কখন প্রভুকে দর্শন করেন, তা’হলে প্রভুর প্রতি আর তাহার বিরাগ থাকে না—থাকিতে পারে না। এমন দয়াল ঠাকুরকে দেখিলে পাষাণও যে গলিয়া যায় । তাই তিনি তপন মিশ্রকে বলিতেছিলেন, “প্রভূর নিন্দ আর সহ্য হয় না ।” তপন । সহ না করে উপায় কি ? যমুনা । একটা ব্যবস্থা করা দরকার । তপন । আচ্ছা, তারা কি বলে ? যমুনা । ‘কৃষ্ণচৈতন্য একটা মুর্থ সন্ন্যাসী, বেদপাঠ ছেড়ে নৃত্য গীত করে। তার একটা মানুষ-ভুলান শক্তি আছে—অত বড় পণ্ডিত সাৰ্ব্বভৈামিকে ভুলিয়েছে—যে তা’র কাছে যায়, তাকে >brbr