পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী লম হইয়াছিল, তাই তাহার। সৰ্ব্বব্যাপী ভগবানের নয়ন হইতে ঠাঙ্গদের নগ্ন দেহ লুকাইবার প্রয়াস পাইয়াছিলেন। চন্দ্রশেখর সমস্ত অবস্থা সনাতনের নিকট বিবৃত করিয়া কহিলেন, “দেখ, এই যে মহাগৰ্ব্ব প্রকাশনন্দ, এর দৰ্প চূর্ণ না হ’লে আমরা আর শান্তি পাচ্ছি না । যথা তথা প্রভূর নিন্দ করে বেড়ায়, সে সব কথা শেলের স্যায় আমাদের বুকে বাজে । স্বীকার করি, প্রকাশনন্দ মস্ত পণ্ডিত, তা’র দশ হাজার শিষ্য সেবক আছে, তাই বলে প্রভূর নিন্দ করবার তা’র কি অধিকার ? আমার অসহ্য হ’য়ে উঠেছে । সনাতন । প্রভুকে আপনারী কিছু বলেছেন ? চন্দ্র ৷ বলেছি, কিন্তু কোন ফল হয়নি । সন। প্রভু কি বলেছেন ? চন্দ্র। কিছু বলেন নি, শুধু একটু হেসেছেন । সন। তাহলে ত প্রকাশানদের মুক্তি বেশী দূর নয়। চন্দ্র। আপনি কি তাই মনে করেন ? সনা । আমি মনে করি, সেই অজ্ঞান জ্ঞানগৰ্ব্বী সত্বরই প্রভর কৃপালাভ করবেন। যমুনা । ( ব্যাকুলভাবে ) কি করা যায় তা’র একটা উপদেশ দিন ; আমরা আর ধৈর্য্য ধারণ করতে পারছি না । , সনা। প্রভু কি প্রকাশানন্দকে কখন দেখেছেন ? δ ίύ ο