পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী লয়ে মালতীমালী, - চন্দন বরণড়’ল, সাজীব অীমার শুমে হৃদি মাঝে বসাইয়া । ( মোরা দুয়ে এক হয়ে যাব, আমি খ্যমে শু্যাম হয়ে নি শে যাব ) । ( হয় ) রজনী প্রভাত হ’ল, *্যাম নাহি অয়ল, জীবন নেম আমার সকলি বিফল হ'ল । (ওগো শ্যাম বিহনে অt fর সকলি বিফল হল । ) এবার উন্মাদ কাদিয়া আকুল ; তাহার নয়ন কাদিতেছে, বদনমণ্ডল কাদিতেছে, সমস্ত দেহ কাদিতেছে—পদনখর হইতে মাথার কেশ পর্যন্ত কাদিতেছে। তেমন কান্ন। যমুনাতীর্থ প্রভৃতি কেহ কথন দেখেন নাই । তাহারাও সঙ্গে সঙ্গে কাদিতেছেন ; কেন কাদিতেছেন, তা জানেন না, শুধু প্রবাহে প্রবাহ মিশাইয়া যাইতেছেন। ঘর দ্বার কাদিতেছে, নিয়ে ভাগীরথী কাদিতেছে —চারিদিকে একটা কান্নার রোল। উন্মাদ ভূপৃষ্ঠে পড়িয়া ছট্‌ফট্‌ করিতে করিতে গাইতেছে—ওগো স্যাম বিহনে আমার সকলি বিফল হল । এই কান্নার রোলের মধ্যে আচম্বিতে প্রভু আসিয়া সমুপস্থিত হইলেন—আহূত হইয়া উপস্তকে আসিতে হইল। তাহাকে দেখিবামাত্র উন্মাদ হুঙ্কারপূর্বক লাফাইয়া উঠিল। তাহার কান্না মুহূৰ্ত্ত থামিয়া গেল—-মেঘ সরিয়া রবির উদয় হইল—উন্মাদের 》为$