পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী আমরা গৃহে বসিয়া নাম সঙ্কীৰ্ত্তন করিতেছিলাম, প্রতিবেশীর তাঙ্গ সহা করিতে না পারিয়া আমাদের প্রহর করিয়াছে।” মহাতপস্বী আচার্য্য ব্রাহ্মণ কাপিতে কঁাপিতে উঠিয়া দাড়াইলেন। তাহার বসন বিস্রস্ত ; দেহ তেজোদীপ্ত, নয়ন অনলবর্ষ। সহসা বাক্য স্ফুরণ হইল না। শুক্লাস্কর কহিলেন, “হা ভগবান, তবে আর তুমি এ পপি ধরায় এলে না ? আমি যে অনেক আশা করেছিলাম দীননাথ !” আচার্য্য হুঙ্কার করিয়া উঠিলেন ; চারিদিক কাপিয়া উঠিল। তিনি বলিলেন,— “শুন শ্ৰীনিবাস ! * গঙ্গাদীস শুক্লাস্বর ! করাইব কৃষ্ণ সৰ্ব্ব নয়ন গোচর ॥ সব উদ্ধারিবে কৃষ্ণ আপনি আসিয়া, বুঝাইবে কৃষ্ণভক্তি তোমা সভা লৈয় ॥ যদি নাহি পারি তবে এই দেহ হৈতে প্রকাশিয়া চারি ভুজ চক্র লই হাতে ॥ পাযণ্ডী কাটিয়া করিমু স্কন্ধ নাশ, তবে কৃষ্ণ প্ৰভু মোর, মুঞি তার দাস ॥ *

  • এই শ্ৰীনিবাস সম্ভবত প্রভুর পর্যদ শ্ৰীবাস। প্রভুর ভক্ত এক শ্ৰীনিবাস ছিলেন ; প্রভুর যখন উনত্রিশ বৎসর বয়স তখন তিনি জন্ম গ্রহণ করেন ; আর তাহার বাড়ীও এতদঞ্চলে ছিল ন—ৰ্তাহার জন্মভূমি শ্ৰীখণ্ডের নিকট জাজিগ্রামে । ইনি ভট্ট গোস্বামীর শিষ্য ।

+ স্ত্রীচৈতন্যভাগবত। দুই এক স্থানে ভাষা একটু পরিবর্তিত হইয়াছে। Ws