পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—সনাতন প্রভুর চরণে প্রত্যেক লোমকূপ আনন্দে হাসিয়া উঠিল। সে প্রভুকে প্রদক্ষিণ করিতে করিতে বরণ করিল ও সঙ্গে সঙ্গে গাইল— এই এসেছে মোর রসিয়া, অমিীয় কত ভাল বাসিয়া, হৃদি আলোকর। ধন কোথা ছিল লুকাইয়। কত দেশ চ’ড়মু, কত জন পুছনু, কত যুগ ধরে অছি গে৷ বসিয়া । প্রভুর চিবুক ধরিয়া— যদি এসেছ, যদি এসেছ, ও আমার প্রাণ বঁধুয়া, দাড়াও দেখি তেমনি করে চরণে চরণ দিয়া । পীত ছেড়ে কৃষ্ণ হয়ে ও আমার মেহেনিয়া, দও ছেড়ে মোহন বঁাশী করেতে লইয়া । ( ও সেই ভুবন ভুলান বঁাশী করেতে ধরিয়া ) । প্রভুর চরণ ধরিয়া— ফিরে চল গে কুঞ্জে আমার ও প্রাণ বঁধুয়া, তুমি আসিবে বলে রেখেছি কত কুসুম তুলিয়া । শেজ বিছায়ে রেখেছি নাথ কুসুমে গাথিয়া, ণের হৃদয়-নিকুঞ্জে ওগে৷ তুমি আসিবে বলিয় ॥ প্রভুকে আলিঙ্গন করিয়া— তুমি আছ বসে আমার হৃদয় জুড়িয়া, আমি আছি প্ৰাণধন তোমাতে মিশিয়।। আমি জনম জনম আসি তোমারি হইয়া, তুমি যুগ যুগ এস আমারি লাগিয়া । సె(