পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী প্রভু তৃণাদপি সুনীচ ; প্রকাশনন্দ দাস্তিক, প্রভু বিনয়ী । একজন নিজেকে ভগবান মনে করেন, অপর ব্যক্তি নিজেকে দাস মনে করেন। পরস্পর বিরোধী ভাব লইয়) আজি দুই মহাপুরুষ একই সভায় সমুপস্থিত । একজন দ্বেষ ও হিংসা লইয়া প্রবল প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস করিতে সমুৎসুক, অপর ব্যক্তি ক্ষম ও করুণা লইয়া প্রতিদ্বন্দ্বীকে উদ্ধার করিতে প্রয়াসী । যমুনাতীর্থের গৃহ-প্রাঙ্গণে বিস্তীর্ণ চন্দ্ৰাতপতলে প্রকাশনন্দ সহস্রাধিক শিষ্য সহ উপবিষ্ট । সকলেই শুনিয়াছেন, শ্ৰীকৃষ্ণচৈতন্ত সেই বৃহৎ সভাতে নিমন্ত্রিত হইয়া আদিতেছেন। সকলেই উৎকণ্ঠিত চিত্তে প্রভুর প্রতীক্ষা করিতেছেন। সহসা দূরে দৃষ্টি হইল, এক জ্যোতিৰ্ম্ময় দীর্ঘাকার মহাপুরুষ স্বর্ণসমোজ্জল তরঙ্গ চতুর্দিকে বিক্ষিপ্ত করিতে করিতে ধীরে ধীরে অগ্রসর হইতেছেন। কেহ কেহ ভাবিলেন, এত জ্যোতিঃ কেন ? ইনি কি আমাদেরই মত মানুষ ? মানুষে কি এত জ্যোতিঃ সম্ভব ? প্রভু গজেন্দ্রগমনে অবনতবদনে মৃদুকণ্ঠে কৃষ্ণনাম জপ করিতে করিতে অগ্রসর হইতেছিলেন, পশ্চাতে সনাতন প্রভৃতি চারিজন ভক্ত। প্রভুর হাস্যময় বদন, কমল নয়ন, সলজ্জ মধুময় ভাব, সাৰ্দ্ধ চতুর্হস্ত পরিমাণ সুদীর্ঘ দেহ সকলকে বিমোহিত করিল। প্রভু অগ্রসর হইয়া চন্দ্ৰাতপতলে দাড়াইলেন এবং সমবেত সন্ন্যাসিগণকে যুক্তকরে নমস্কার করিলেন ; পরে চন্দ্রাতপের বাহিরে যেখানে ぬ。レア -