পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—প্ৰভু ও প্রকশানন্দ পদপ্রক্ষালনের স্থান ছিল, সেই খানে চরণ প্রক্ষালন করণ স্তর উপবেশন করিলেন । - প্রকাশানন্দ বিচলিত হইলেন ; প্রভু অপবিত্র স্থানে উপবিষ্ট থাকিবেন, ইহা তিনি সহা করিতে পরিলেন না ; তিনি সশিষ্য উঠিয়া দাড়াইলেন এবং প্রভূর সন্নিকটস্থ হইয়া কহিলেন, “শ্রীপাদ, সভার মধ্যে আগমন করুন ; এ অপবিত্র স্থানে কেন ?” প্রভু। আমি আপনাদের মধ্যে বসিবার উপযুক্ত আমার সম্প্রদায় হুঁীন। প্রকা । আমি জানি আপনি কেশব ভারতীর শিষ্য ; সম্প্রদায় হীন হইলেও আপনি হীন নহেন—-সভার মধ্যে উঠিয়া আসুন । বলিয়া প্রকাশানন্দ, প্রভুর হস্তধারণপূর্বক স্নেহ ও আদরের সহিত তাহাকে সভার মধ্যস্থলে আনিয়া বসাইলেন। নক্ষত্র নিচয়ের মধ্যে প্রভু চন্দ্রের ন্যায় বসিলেন। তাহার অঙ্গের পদ্মগন্ধ চতুর্দিক গন্ধময় করিল। প্রকাশনন্দ জিজ্ঞাসা করিলেন, “শ্রীপাদ, আপনি সাম্প্রদায়িক সন্ন্যাসী, তবে আমাদের সহিত মেলামেশা করেন না কেন ?” প্রভু অতি ক্লিষ্ট বদনে একবার প্রকাশানদের প্রতি চাহিলেন, তা’র পর মুখ নত করিয়া বসিয়া রহিলেন । মুখের ভাবে যেন জানাইলেন, আমি অতি হীন, তাই আপনাদের সহিত মিশিতে సెసి o ३ -