পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সাহস করি না । সন্ন্যাসিগণ মুগ্ধ হইলেন। সরস্বতীর আর সে বৈরিভাব নাই, সে স্থান এক্ষণে বাৎসল্য ক্ষেত দ্বারা অধিকৃত হইয়াছে। প্রকাশানন্দ বলিলেন, “যদি অনুমতি হয় ত একটা কথা জিজ্ঞাসা করি।” প্রভু করযোড়ে উত্তর করিলেন, “স্বচ্ছন্দে করুন। আপনি আমার গুরুস্থানীয়, আমি আপনার সস্তানতুল্য।” এবার সরস্বতী বিগলিত হইলেন। একটু ভাবিয়া জিজ্ঞাসা করিলেন, “আপনি সন্ন্যাসী হইয়া বেদপাঠ করেন না কেন ? আর— আর শুনিতে পাই সন্ন্যাসীর পক্ষে যা অত্যন্ত নিন্দনীয়, আপনি সেই নৃত্যগীত প্রভৃতি ভাবকালিতে নিমগ্ন থাকেন। আপনি জগতবরেণ্য সন্ন্যাসী সম্প্রদায় ভুক্ত, আপনার নিন্দ শুনিলে মনে বড় ব্যথা পাই ; তাই জিজ্ঞাসা করিতেছি, আপনি এ সমস্ত ধৰ্ম্মবিরুদ্ধ কার্য্যে প্রবৃত্ত কেন ?” প্রভুর উত্তর শুনিবার জন্য সভাস্থ সকলে উদ্‌গ্ৰীব । সভাতল স্তর, ব্যগ্র । প্রভু করুণ কণ্ঠে অবনত বদনে উত্তর করিলেন, “শ্রীপাদ, আমি যখন গুরুর আশ্রয় লইলাম, তখন তিনি দেখিলেন যে, আমি মুর্থ। আমার দ্বারা বেদ, নিরুক্ত প্রভৃতি অধীত হওয়া সম্ভাবনা নাই দেখিয়া কহিলেন, ‘বাপু, তুমি মূৰ্খ, তুমি বেদ পড়িতে পরিবে না ; তজ্জন্ত দুঃখিত হইও না, তদুপরিবর্তে আমি তোমাকে বেদের সার একটা শ্লোক দিতেছি , তুমি ইহা

  • .

R. o o .