পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় রূপ সনাতন—বাল্যে তারপর অষ্টাদশ বর্ষ অতীত হইয়াছে। চারিশত বর্ষ পূৰ্ব্বে যশোহর জেলায় যে স্থান দিয়া ভৈরব-নদ বহিয়া যাইত, এখন আর সে স্থান দিয়া বহিয়া যায় না। যে গ্রাম নদের দক্ষিণে ছিল, এক্ষণে তাহ বামে। নদী চিরদিনই কমলার দ্যায় চঞ্চল ; কিন্তু এ চাঞ্চল্য নদের পক্ষে অশোভনীয়। যখনকার কথা বলিতেছি, তখন ভৈরব, প্রেমভাগ গ্রামের পদ ধৌত করিয়া প্রবাহিত হইত, এখন কিছু দূরে সরিয়া গিয়াছে। দুখানি গ্রাম—জগন্নাথপুর ও তপনভাগ—প্রেমভাগের পাশে ছিল, এখন নদ তাহদের বিচ্ছিন্ন করিয়া দূরে সরাইয়া দিয়াছে। তিন খানি গ্রামই অতি সুন্দর ; বড় বড় গাছগুলির পত্রপুর্ণ মাথা, পাশে হরিদ্রাবর্ণ ক্ষেত্র, সমুন্নত ও উজ্জল ঘরগুলি বড়ই চিত্তাকর্ষক । আমাদের প্রেমভাগ * লইয়। প্রয়োজন । অধিবাসীরা

  • রর্তমান কালে পমভাগ নামে অভিহিত হয়। যশোহর রেল লাইনের চেঙ্গুটিয়া ষ্ট্রেশনের এক মাইল পশ্চিমে।

q