পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী প্রভূ প্রত্যহ প্রভাতে সনাতন প্রভৃতি ভক্তদের লইয়া পঞ্চনদে । স্নান করিতে আসেন ; এবং ঐ পথে বিন্দুমাধব দর্শন করিয়া গৃহে প্রত্যাগমন করেন । বিগ্রহ দর্শনকালে প্রভুর ভাবোদয় হঠত, কিন্তু তিনি এতদিন সে ভাব সম্বরণ করিয়া লইতেন ; আজ আর তা’ পারিলেন না। বিন্দুমাধবকে আজ দর্শন করিবামাত্র তাহার প্রেমসিন্ধু উথলিয়া উঠিল,—তিনি আনন্দে নত্য করিতে লাগিলেন । ভক্তগণও সঙ্গে সঙ্গে নৃত্য আরম্ভ করিলেন। ভক্তবৃন্দ হাতে তালি দিয়া গাইতে লাগিলেন— হরি হরয়ে নমঃ কৃষ্ণায় যদিলীয় নমঃ । যাদবtয় মাধবtয় কেশবtয় নমঃ ॥ সহস্ৰ সহস্ৰ লোক জমিয় গেল ; জনস্রোত চারিদিক হইতে জটিল আসিয়া প্রভূর অদ্ভূক্ত নৃন্ন দেখিতে লাগিল যাহার পিছলে পড়িল, তাহারা নৃত্যু দেখিতে পাইল না ; দেখিল শুধু প্রভূর প্রেমবিহবল বদন কমল, আর তাহার নয়ন উৎসের জলধারা । যাহার প্রভূর নিকটে, তাহারা নিৰ্ব্বাক, নিস্তব্ধ ; স্থার দূরে, তাহার নানারূপ সমালোচনায় প্রবৃত্ত। একজন লিল, “ইনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ; আহি, আমি একবার ভাল করে দুখ তে পেলুম না ।” দ্বিতীয়। তুই কেমন করে জানলি ইনি ছিরিকে প্র সন্ন্যাসীরা বলছেন । s > Q 弦 3 ?