পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়—কাশীধাম চঞ্চল দ্বি। তুই বড় বোকা, তাই ও-কথা বিশ্বেস করিস। প্র । আমি যেন ভগবানে বিশ্বাস করে চিরদিন বোকাই থাকি । দ্বি । আচ্ছা বল দেখি কেষ্টর গায়ের রং কি রকম ছেল ? প্র | কালো । দ্বি। আর সামনের এই মনিষ্যিকে কি রকম দেখ ছ ? প্রে । সোণার বরণ । দি। তবেই ত হ’ল ইনি কেষ্ট ন’ন । প্র । ভগবান কি কাউকে লেখা পড়া করে দিয়েছেন যে, তিনি এক রকম রং নিয়ে চিরদিন পৃথিবীতে আসবেন ? যাহারা নিকটে, তাহদের মধ্যে কেহ কেহ ভাবিতেছিলেন, “stছর এই সঁপিনিঃস্থত বারিধারায় যদি একবার স্নান করতে পেতাম, তাহলে আমার মানব জন্ম সফল হ’ত ” একজন বলিলেন, “আমি যদি ঐ কমল নয়নের এক ফোটা জল পেতাম, তাহলে জন্মজন্মান্তরের পাপ ধুয়ে নিতে পারতাম।” দ্বিতীয়। আরে, এক ফোটার দরকার নেই, এক বিন্দু পেলেই সমস্ত তীর্থের জল পাওয়া হল । তৃতীয়। আমি যদি এক বার প্রভুর চরণস্পর্শ করতে পাই, ত’হ’লে নিয়ায় তার কিছু চাই না । চতুর্থ। আরে বাবা, তোর পদ্ধ ত কম নয় ! স্পশ । ミ> 。 w