পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী কত পুণ্যি করেছিলি তাই দর্শন পেয়েছিস ; আবার বলে কিনা স্পর্শ ! আমরাই বড় সাহস করছি না। তৃতীয়। কেন, তুমি কি বড় পুণ্যিবান না কি ? চতুর্থ। নয় ত কি ? আমি ঠাকুর দেবতা দেখতে পেলেই প্রণাম করি, সকাল বেল দুর্গা নাম করে বিছানা ছাড়ি, পালপৰ্ব্বণে গঙ্গাস্নান করি, কাণ-খোড়া দেখলে দান ও করি ; পুণ্যিবান নয় ত কি ? তৃতীয়। আর সুযোগ পেলে মানুষ ঠেঙ্গাও ও ঠকাও ৷ চতুৰ্থ ব্যক্তি তাহার পুণ্যের দপ্তর লইয়। স্থানান্তরে প্রস্থান করিলেন । যাইবার সময় বলিয়া গেলেন, “আরে ছ্যা, এ সল যায়গায় ভদ্রলোক থাকে।” দ্বিতীয় ব্যক্তি বলিলেন, “আমি একটা মতলব ঠিক করেছি।” প্রথম। কি, কি ভাই ? দ্বি। প্ৰভু যেখানে দাড়িয়ে আছেন, ঐখানকার মাটী খানিকট আমি তুলে এনে রাখব ; ছুচের আগায় করে রোজ একটু একটু করে সপরিবারে খাব ; আর বাকিটা ছেলেপিলেদের জন্তে রেখে যাব। তারা এখন হাজার বছর ধরে পুরুষানুক্রমে খেতে থাকুক । প্র । তা’তে কি হবে ? ミ> R