পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়—সনাতন নীলাচলের পথে সনা । তুমি কি প্রত্যহ ঘোল নিয়ে এস ? গোপ। প্রত্যহ আসি ; যেদিন পথিক পাই, সে দিন পথিককে দি ; যে দিন না পাই, সে দিন ঐখানে ঢেলে দি । সনা । তুমি মূল্য লও না কেন গোপ ? গোপ। মূল্য একজন আমায় দিয়ে গেছেন—অনেক দিয়ে গেছেন—যুগ যুগ ধরে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তত্ৰ পান করালেও তার ঋণ শোধ হবে না । সন। তিনি কে, গোপ ? গোপ । কে, তা জানিনা। জানি শুধু তিনি আমার পিতা, আমার প্রভু, আমার বুক আলোকর ধন । সনা । কোথায় তাকে দেখলে ? - গোপ | ঐথানে, যেখানে আমি ঘোল ঢালি ঐখালে । সরে gSgg KBBS BBB Bg gg g S gBB BSBB BBB Kg একদিন মধ্যাহ্নে আমার নিকট তৃষ্ণাৰ্ত্ত হ’য়ে তক্র চাইলেন । আমি তঁহকে কলস ধরিয়া দিলাম ; তিনি দুই হাতে কলুস ধরিয়া তক্রটুকু পান করিলেন । আমি মুখ, পাষণ্ড, তার নিকট মূল্য চাহিলাম । তিনি কহিলেন, তুমিমূল্য লইয়া কি করিবে ? আমি কছিলাম, আমার মা ও স্ত্রী আছে, তাহদের পালন করিতে হইবে । তাহ। শুনিয়া তিনি উত্তর করিলেন, তাহার পিছনে ধে দুই ব্যক্তি আসিতেছেন, তাহারা মূল্য দিবেন । বলিয়া তিনি অগ্রসর হইলেন । &ネ○