পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী বলিতে বলিতে গোপের কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল । সনাতন বুঝিলেন এ বুক আলোকরা ধন কে । গোপনন্দন বলিতে লাগি লেন, “দেখিলাম পশ্চাতে দুই ব্যক্তি আসিতেছেন। তাহার নিকটে আসিলে আমি মূল্য চাহিলাম। তাহাদের মধ্যে একজন বলিলেন, “যিনি তোমার ঘোল পান করেছেন গোপ, তিনি ভিখারী সন্ন্যাসী; আর আমরা সেই ভিখারীর দাসানুদাস ; আমরা অর্থ কোথা পাব ভাই ? প্রভূ যখন তোমার ঘোল পান করেছেন, তখন তুমি ধন্ত, তোমার বংশ ধন্ত । আমি তাহার কথা শুনিয়া গৃহে ফিরিতে উদ্যত হইলাম ; কলস উঠাতে গিয়া দেখি, কলস ভরি ; ভিতরে চাহিয়া দেখি, কলস স্বর্ণে পূর্ণ।” যুবক নীরব হইল। উভয়ে ধ্যানে দেখিতেছিলেন, প্রভু যেন তাহাদেরই সম্মুখে দণ্ডায়মান থাকিয় তাহাদের কথা শুনিতেছেন। সনাতন জিজ্ঞাসা করিলেন “তা’র পর ?” গোপনন্দন কহিল, “তার পর আমি প্রভুর পশ্চাৎ ছুটিলাম ; আমাকে দেখিয়া তিনি হাসিয়া উঠিলেন। আমি তাহার চরণে পড়িয়া বলিলাম, আমাকে অর্থ দিয়া ভুলাইলে হইবে না ; আমি তোমার চরণে আশ্রয় চাই। প্রভু বলিলেন, “আমার বরে তুমি জ্ঞান ও ভক্তিলাভ করিবে—সমূয় ডাকিয়া লইব - এখন সংসার করগে’ ।” গোপনন্দনের নয়ন হইতে অশ্র গড়াইতে লাগিল। সনাতন

  • ミ8