পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—রীপ সনাতন—বাল্যে সন্তোষকে শিখাইয়া যাইতেন। সন্তোষ একবার যাহা শুনিতেন, তাহা আর বিস্তৃত হইতেন না। কনিষ্ঠ বল্লভ বা অনুপ, তখন অষ্টম বর্ষীয় বালক মাত্র। র্তাহার শিক্ষণগুরু সন্তোষকুমার। কন্ত সৰ্ব্ব জ্যেষ্ঠ। তাহার বিবাহ মধাইপুরের * ভূস্বামী বিচক্ষণ ও বুদ্ধিমান ঐকাস্তের সহিত সম্পন্ন হইয়াছিল। মধাইপুর, গোঁড় হইতে বেশী দূর নয়। ঐক্যস্ত গৌড়ের রাজ-সরকারে চাকুরি করিতেন ; মুরুব্বি এবং প্রতিভা ছিল না, সুতরাং উন্নতিও করিতে পারেন নাই । একদা সন্ধ্যার প্রাক্কালে ভৈরব-উপকূলে দুই ভাই অমর ও সন্তোষ—য{হারা পরে সনাতন ও রূপ নামে ভারতে খ্যাত হইয়াছিলেন,—রূপে নদীকূল আলো করিয়া দণ্ডায়মান রহিয়াছেন। সন্নিকটে একখানি বৃহৎ প্রস্তর পতিত ছিল, অমর অবলীলাক্রমে তাহা ঈপ্সিত স্থানে টানিয়া আনিয়; তদুপরি উপবেশন করিলেন । সন্তোষ তাহার দাদার অসামান্ত শক্তি দৃষ্টে বিস্মিত হইলেন । তিনি জানিতেন, তাহার দাদার মত পণ্ডিত, বলশালী ও রূপবান, জগতে নাই । দাদাকে দেখিতে দেখিতে সন্তোষ জিজ্ঞাসা করিলেন, “আচ্ছ। দাদা, পড়ুয়াদের মধ্যে তোমার মত পণ্ডিত আর কেউ আছে ?”

  • বর্তমান মালদহ রেল ষ্টেশনের সন্নিকট ।

సి