পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়—সনাতন নীলাচলের পথে জিজ্ঞাসা করিলেন, “তুমি কি তা’র পর হতেই প্রত্যহ এখানে ঘোল নিয়ে এস ?” মস্তক সঞ্চালন পূর্বক গোপ সম্মতি জানাইল । সনা। আমি তোমার সেই প্রভুর দাসকুদাস, আমি তারই চরণ দর্শনে চলেছি। গোপ । তিনি কোথায় থাকেন ? সনা । নীলাচলে। তুমি যাবে ? গোপ | না । সনা । কেন ? গোপ। তিনি বলেছেন এখন সংসার করতে ; যখন সময় হবে, তখন তিনি ডাক্বেন। আচ্ছা ঠাকুর, বলতে পার তিনি কে ? সন। তিনি স্বয়ং ভগবান । গোপ । না, নী, অত বড় নাম বলে না, শুনলে ভয় হয়। আমি যে মহাপাপী, ব্যবসা করতে গিয়ে কত লোককে ঠকিয়েছি, কত মিথ্যা বলেছি। আমি ভগবানের সামনে যেতে পারব না। সন। ভগবান দয়াময়, দণ্ডদাতা নন। দণ্ড দেয় আমাদের } কৰ্ম্ম, তাকে ডাক্লে তিনি আমাদের কৰ্ম্ম ক্ষয় করে দেন, অশ্রু | দেখলে বুকে করে নিয়ে সাস্বনা দেন। তিনি আমাদের পিতা, t তাকে ভয় কি ? o ૨૨ (t