পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী গোপ। তোমার ভগবান তোমার থাকুন, আমি তাকে চাই না । আমি চাই আমার সেই সোণার বরণ মদনমোহনকে । আহা কি দৃষ্টি, কি হাসি, কত দয়া, কত মিষ্ট কথা ! সনাতন তক্র পানান্তে প্রস্থান করিলেন । পথ চলিতে চলিতে পুনরায় পথভ্রান্ত হইলেন । চারিদিকে নিবিড় জঙ্গল, সন্ধ্যার ও বড় বিলম্ব নাই। পৃথিবীময় শ"ক বজিয়া উঠিয়াছে, আকাশময় দ্বীপ জালিবার ব্যবস্থা হইতেছে বনময় হিংস্ৰক জাগিয়া । উঠতেছে। অন্ধকারে পথভ্রান্ত হইয়। সনাতন এক বৃক্ষমূলে বদিলেন এবং ভক্তিপূর্ণচিত্তে গান ধরলেন— আমি থাকি যেন সদা তোমারে লইয়া, তোমারি ধানেতে প্রভু, বিভোর হইয় । আমি সকল ছাড়িয়া (ওগো ) সকল ভুলিয়, দিবানিশি থাকি যেন তোমারে লইয়া ॥ সেই মুর লইয়া অদূরে কে গাইয়া উঠিল— ওগো তোমার ওই অধরে অধর দিয়া, ওগো প্রাণনাথ, হিয়ায় হিয়া মিশাইয়| ; আমি সকল ছাড়িয় ওগো সকল ত্যজিয় । সতত রাখিব তোম নয়নে বধিয়া । সনাতন, গায়কের কণ্ঠস্বর শুনিয়া চমকিয়া উঠিলেন ; ডাকিলেন, “কে, উন্মাদ ! এস মহাপুরুষ, কৃপা করে আমায় দর্শন

̈ቆ

~, § 'i, --" "

  • ...*
  • .

দে ও " રંર૭