পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় --আহবান নেপথ্যে পুনরায় সঙ্গীত হইল— দরশন দেও প্রিয়, কোথা আছ লুকাইয়া, যুগভোর অছি বসে কত আশা লইয়। সনাতন চীৎকার করিয়া উঠিলেন, “মহাপুরুষ, দেখা দেও, আমায় পাগল করে না ।” কোথায় কে ? কোনও শব্দ নাই—সব নিস্তদ্ধ। সনাতন উঠিয়া নিকটে অনুসন্ধান করিলেন, অন্ধকারে কাহাকেও খুজিয়া পাইলেন না । অধিকন্তু বৃক্ষকাণ্ডে আহত হইলেন। পরদিন প্রভাতে উঠিয়া সনাতন দেখিলেন, তাহার অঙ্গময় গলিত কুষ্ঠ। দ্বিতীয় অধ্যায় আহবান এদিকে সপ্তগ্রামে রঘুনাথকে লইয়া হিরণ্য ও গোবৰ্দ্ধন বড়ই বিব্রত হইয়া পড়িয়াছেন। রঘুনাথ উদ্বুদস্তিচিত্তে ঘুরিয়া বেড়ান, বিষয়াদি দেখেন না ; তবে পিতার ঠিক সে অবাধ্য, এ কথা বলা যায় না। ভ্রমণে, শয়নে সকল সময়ে রঘুনাথ 次&?