পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সনাতন গোস্বামী রঘু। বাবা, তবে কেন আমায় জোর করে ধরে রাখ ছ ? গোব। তোমার ভালর জন্তেই রাখছি। রঘু। আমি বুকে পাথর নিয়ে দিন রাত কেঁদে কেঁদে বেড়াব, এই কি আমার ভাল ? গোপ। তোমার মাথা খারাপ হ’য়েছে, তাই এ রাজ-সম্পদকে পাথর মনে করছ । রঘু। গৌড়ের উজির ও মন্ত্রীর ও কি তাই হয়েছিল ? সৰ্ব্বনাশ ! রঘুনাথ তাহলে কথাটা শুনেছে! পিতাকে নিরুত্তর থাকিতে দেখির রঘুনাথ পুনরায় জিজ্ঞাসা করিলেন, “বল বাবা, নিরুত্তর রইলে কেন ? রূপ ও সনাতনের মাথা ও কি বিকৃত হয়েছিল ? নরহরি গদাধর, লোকনাথ ভূগর্ভ, গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট, তাদের মাথাও কি বিকৃত হয়েছে ? ঐশ্বৰ্য্য, গৃহ, মাতা, পিতা সব ত্যাগ করে এর কি জন্তে ভিখারী সেজেছেন, তা কি একবার তলিয়ে বুঝে দেখেছ ? যে মুখের জন্তে তারা সব ছেড়েছেন, সে মুখের তুলনায় রাজ্য, ঐশ্বৰ্য্য, আত্মীয় স্বজন কিছুই যে নয় বাবা ! কেন এমন ভুল বুঝছ ?” গোব। আমরা ভুল বুঝছি, না তুমি ভুল বুঝছ ? রঘু। আচ্ছা বাবা, একবার প্রাণ খুলে কৃষ্ণ বলে ডাক দেখি । গোব। আমরা কি কৃষ্ণ বলে ডাকিনি যে, তুই আমাদের ধৰ্ম্ম শিক্ষে দিতে এসেছিস ? ২৩e