পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—আহবান রঘু। না, সে রকম ডাক নয় ; তোমরা যে ঝুলির ভেতর মালা রেখে জপ করবে আর বিষয় কাজ দেখবে, তা’ হ’বে না ; তুমি আমার সঙ্গে এক বার কৃষ্ণ বলে ডাক দেখি । ডাকতে না ডাকতেই দেখবে তোমার সাম্নে সব নীল হয়ে গেছে, আর সেই নীলের ভিতর হতে নীলকান্তমণি ফুটে উঠছেন। একবার যদি দেখ, তিনি ক'ত সুন্দর, তাহলে পৃথিবীর কিছুই তোমার আর ভাল লাগবে না। একবার ডেকে দেখ, কবি ! হিরণ্য। ডেকে না গোবৰ্দ্ধন, ডেকে না ; আমি দেখেছি, ডাক্লে কি হয়-হরিদাস ও রন্থকে মাতালের মত মাটীতে পড়ে লুটােপুট খেতে দেখেছি ; ও বাবা! সে কাণ্ড কি ভোলবার। রঘুনাথ ! বুঝে দেখ ন বাবা, কোন শক্তির বলে স্থস্থ মানুষ এমন চঞ্চল হয় ? নামের এমনি মহিমা, এমনি শক্তি যে, পাষাণকেও মাতাবে, কাদাবে। একবার ডেকে দেখ नl, বব ! গোবৰ্দ্ধন। আচ্ছা, তোর সঙ্গে একবার ডেকে দেখি। হিরণ্য। ডেকে না ভাই, অমন কাজও করো না, শেষকালে কি তোকে ও হারাব! আমাদের পিতৃপুরুষ হ’তে যা’ চলে আসছে, তাই কর। ভাল ভাল পুরুত লাগাও, ভোগের বরাদ বাড়াও, ব্যস। ミ○>