পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী অমর হাসিয়া উত্তর করিলেন, “আমার চেয়ে বড় পণ্ডিত নবদ্বীপে অনেক আছেন।” সন্তোষ । ইস্, তা’ আর হতে হয় না। বাবা বলেছেন, তুমি বংশের মুখ উজ্জল করবে। অমর। আমি বংশের মুখ উজ্জ্বল করতে পারি, কিন্তু যারা দেশের মুখ উজ্জ্বল করবেন, এমন পড়য়া অনেক সেখানে আছেন । -- সন্তোষ। আচ্ছা, তুমি একে একে তাদের নাম বল দেখি, আমি এর পরে দেখব কে তোমার চেয়ে বড় হয়। অমর। কত নাম বলব সনু ? আগে ধর মুরারি গুপ্ত ; তিনি আমাদের চেয়ে যদিও বয়সে অনেক বড়। তা’র পর মুকুন্দ ; আহা তার কি মধুর কণ্ঠ ! গদাধর এখন ছোট, কিন্তু কি রূপ তার । তারপর রঘুনাথ, এর মধ্যেই তিনি দ্যায়ে অদ্বিতীয় পণ্ডিত ; একখানি দীধিতি বলে বই লিখেছেন ; সে রকম বই লেখা আমার পাণ্ডিত্যে কুলায় না । কিন্তু সকলের উপর একজন আছেন ; তার বয়স বেশী নয়, মাত্র ষোল বৎসর ; কিন্তু এরূপ প্রতিভাবান বালক পৃথিবীতে সম্ভবত কোন কালে জন্মায় নাই । সন্তোষ। তার নাম কি ? অমর। বিশ্বম্ভর—লোকে নিমাই পণ্ডিত ব’লে ডাকে। У о