পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রীসনাতন গোস্বামী সনাতন নীলাচলে আসিয়া হরিদাসের বাসস্থান অনুসন্ধান করিয়া লইলেন। সনাতনের জাতি নাই, তিনি মুসলমানের নিমখ খাইয়া হিন্দুর জাতি মারিয়াছেন, দেবমন্দির ভাঙ্গিয়াছেন ; হিন্দু সমাজ তাহাকে গ্রহণ করিবে কেন ? সনাতন আপনাকে মানবমাত্রেরই অস্পৃশ্য বিবেচনা করিয়া সদাশয় ও মহাপ্রেমিক হরিদসের আশ্রয় গ্রহণ করিলেন । হরিদাসের তখন অনেক বয়স ; তিনি প্রভুর চেয়ে পয়ত্রিশ বৎসরের বড়, এমন কি নিত্যানন্দের চেয়েও তেইশ বছরের বড় ; তবে তাহার গুরু অদ্বৈ তfচর্য্যর চেয়ে সতর বছরের ছোট। বয়সের সঙ্গে তাহার দেহ কিছু স্থল হইয়া পড়িয়াছে। তিনি চিরদিনই কিঞ্চিৎ স্থল, তবে ইদানীং কিছু বাড়াবাড়ি । জপ করিবার আর সে শক্তি নাই ; দেহ রাখিবার বাসনা ও মনোমধ্যে জাগিয়া উঠিয়াছে। মনকে বলেন, যদি তাকে ডাকৃতেই পারবি না, তপন আর দেহ নিয়ে ফল কি । সনাতন আসিয়া হরিদাসের চরণবন্দনা করিলেন ; হরিদাস তাহাকে টানিয়া লইয়া বাহুপাশে আবদ্ধ করিলেন। প্রভুর কথা জিজ্ঞাসা করিতে না করিতে প্রভু সপর্ষিদ তথায় উপনীত হইলেন । প্রভুকে দর্শনমাত্র উভয়ে তাহার চরণে পড়িলেন। প্রভূ, সনাতনকে চিনিবামাত্র দুই বাহু প্রসারণ পূৰ্ব্বক তাহাকে আলিঙ্গন করিতে উষ্ঠত হইলেন। সনাতন পিছাইয়া গেলেন ; ミ○ゲ