পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়-—সনাতন নীলাচলে বলিলেন, “প্রভু, আমাকে স্পর্শ করিবেন না—আমি ফুষ্ঠগ্রস্ত—— অস্পৃশ্য।” প্রভূ সে কথা কাণে তুলিলেন না, তিনি বলপূৰ্ব্বক সনাতনকে অলিঙ্গন করিলেন। প্রভুর অঙ্গে ক্লেদ লাগিয়৷ গেল, তদর্শনে ভক্তেরা মনে ব্যথা পাইলেন । সনাতন হরিদাসের আশ্রমে রঙ্গিয় গেলেন । হরিদাসের জন্ত প্রভূর কিঙ্কর গোবিন্দ প্রত্যহ প্রসাদ আনিতেন । প্রভূর ইচ্ছায় সনাতনের জন্তে ও সেইরূপ আসিতে লাগিল। এইরূপ কিছুকাল অতিবাহিত হইল। সনাতনের অভিপ্রায়, জগন্নাথদেবের রথচক্রতলে জীবন বিসর্জন করিবেন । রথের ও আর বড় বিলম্ব নাই । সনাতন আসিয়াছিলেন, বৈশাখ মাসে ; এক্ষণে আষাঢ় মাস। তিনি একদিন হরিদাসকে বলিতেছিলেন, “প্রভুর কাছে শুনিলাম অনুপ দেহত্যাগ করিয়াছে আর রূপ এখানে দশমাস থাকিয়া বৃন্দাবনে গিয়াছে। আমি এখানে একা ; আমি এ রোগক্লিষ্ট আকৰ্ম্মণ্য জীবন আর বহন করি কেন ?” হরিদাস। তুমি কেমন করে জানলে তোমার জীবনে কোন প্রয়োজন সাধিত হ’বে না ? সনা । প্রভু বলেছেন, বৃন্দাবনে হরিনাম প্রচার করতে ; কিন্তু যে অস্পৃশ্য, ঝুধিগ্রস্ত, তা’র নিকট কে আসবে ? তা’র মুথের হরিনামই বা কে গ্রহণ করবে ? হরি। প্রভুইত বলেছেন, যে পরিমাণে তুমি লোকের - Rలిసి