পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—সনাতন নীলাচলে সনাতন, জীবনে কখন বিষ্কৃত হয়ে না–কৃষ্ণ কখন নিষ্ঠুর নহেন— তিনি চিরকল্যাণময় । সনা । ক্ষমা করুন প্রভু, আমি ভ্রম বুঝেছি । প্রভু । উত্তম—আমি তোমার প্রতি প্রসন্ন হুইলাম। আর এক কথা আছে, তুমি এক্ষণে নীলাচল ত্যাগ করিও না। এমন সময় প্রভূর পার্ষদরা আসিয়া উঠানে দাড়াইলেন । হরিদাস ও সনাতন তাহাদিগকে দেখিয়া প্রভূর সান্নিধ্য ত্যাগ করত উঠানে নামিয়া আসিলেন । প্রভু পুনরায় বলিলেন, “শুনেছ সনাতন, তুমি এক্ষণে নীলাচল ত্যাগ করি ও না।” সন। প্রভু আমাকে ছুটী দিন, আমি বৃন্দাবনে ঘাই । প্রভু। কেন তোমায় স্পর্শ করি, তাই ? সনাতন, তুমি জান ন, তুমি কত পবিত্ৰ—তোমাকে স্পর্শ করিলে দেবতারাও পবিত্র হন। কেন তুমি অকারণ সঙ্কুচিত হও? - সনা । প্রভু, এ অস্পৃশু পামরকে এত করে বাড়িয়ে তুলবেন না । প্রভু। তোমার দৈন্তে আমি মুগ্ধ হইলাম, তুমি বর প্রার্থনা কর । সনা ; প্রভু, আপনি যখন আমার সন্মুখে তখন ত আমার চাইবার কিছু নেই। প্রভু। না সনাতন, তা হ’বে না ; তোমার ইচ্ছামত বর প্রার্থনা কর—আমাকে প্রত্যাখ্যান করিও না । !' ২৪৩