পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী সনা। প্রভু যখন দাসের প্রতি এতই প্রসন্ন, তখন এই বর চাই –প্রভু ক্ষমা করবেন, আপনার স্বষ্টির যদি কোন বিঘ্ন না ঘটে—তবে এই বর প্রদান করুন, যেন এই মৃক বধির অনাথ বালক বাক্ ও শ্রবণ শক্তি লাভ করে । “তথাস্তু ।” সনাতন ভূমিষ্ঠ হইয়া প্রভুকে প্ৰণাম করিলেন । ভক্তবৃন্দ হরিধ্বনি করিয়া উঠিলেন । প্রভু কহিলেন “সনাতন, দ্বিতীয় বর প্রার্থনা কর।” সন। প্রভু, আর, আমার চাইবার কিছু নেই, ক্ষমা করুন । প্রভু। তোমার রোগমুক্তি ? সনা । না, না, প্রভূ—আমি এ বেশ আছি ; আমি সম্মান লইয়া কি করিব ? ঘূণাই আমার সম্পদ ব্যাধি আমাকে দৈন্ত শিথাইয়াছে আবার আমার পুঞ্জীকৃত পাপরাশি ক্ষয় ও করাইতেছে । তুমি যা দিয়াছ, তা আমি ছাড়িতে চাই না। প্রভু। সনাতন, তুমি যথার্থ কৃষ্ণভক্ত ; সকলের চেয়ে তুমি আমার প্রিয়। এস সনাতন, আমার হৃদয়ে এস, তোমাকে স্পর্শ করিয়া আমি পবিত্র হই । t বলিয়া প্রভু উঠানে নামিলেন এবং সনাতনকে বক্ষে লইয়া অশ্রুপাত করিলেন। প্রভূ যখন সরিয়া দাড়াইলেন, তথন সকলে দেখিলেন, সনাতনের দেহ ব্যাধিমুক্ত।

8 8