পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়—রুপ সনাতন—বাল্যে এমন অদ্ভূত বালক নবদ্বীপে কেহ কখন দেখে নাই। এই বয়সেই তিনি সাৰ্ব্বভৌমের টোলে দ্যায় পাঠ শেষ করিয়া নিজে একটা টােল করিয়াছেন। সন্তোষ। তার টোলে পড়য়া হয়েছে ? অমর। অনেক ; তার নিকট পাঠ গ্রহণ করিতে পড়য়াগণ মহাভাগ্য বলিয়া মনে করে। আমারই ইচ্ছা হয়— সন্তোষ। কি ইচ্ছা হয় দাদা ? অমর। তাহার পড়ুয়া হইতে। তাহার নিকট পাঠ লই বা না লই, তাহার অতুলনীয় সুন্দর মুখখানি দিনরাত দেখিতে বড় সাধ হয়। সন্তোষ । তিনি কি এত সুন্দর ? অমর। তিনি যে কত সুন্দর তাহা তুমি কল্পনায় আনিতে পারিবে না। তিনি সকল বিষয়ে বড়,—চাঞ্চল্যে, প্রতিভায়, পাণ্ডিত্যে, সৌন্দর্য্যে তাহার সমকক্ষ নবদ্বীপে নাই—বোধ হয় জগতেও নাই। আমার মনে হয়, তাহার সঙ্গে আমার জীবন জড়িত। সন্তোষ। দাদা, আমি একবার নবদ্বীপে যাব ? - অমর। তাকে দেখতে ইচ্ছা হ’য়ে থাকে, যাও ; আমি গড়ে চলিলাম । সন্তোষ । সেখানে কেন দাদা ? S X