পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী রঘু। তুমি কে ? আগ । সে পরিচয়ের কোন প্রয়োজন নেই। রঘু। আমায় কোথায় নিয়ে যেতে চাও ? আগ । নীলাচলে—তোমার প্রভুর কাছে । রঘু। তবে চল, এখনি চল । আগ। আমি বাতায়নের একটা দণ্ড সরায়েছি, তুমি এই 어 CE 1 রঘুনাথ স্বল্পপরিসর পথে কক্ষ হইতে নিস্ক্রান্ত হইলেন । গভীর অন্ধকার, আগন্তুক তাহাকে পথ দেখাইয়া লইয়া আগে আগে চলিলেন । উদ্যান, উচ্চ প্রাচীর বেষ্টিত । প্রাচীর-দ্বারে প্রহরী। আগন্তুক দ্বারের দিকে অগ্রসর না হইয়া এক নিভৃত স্থানে আসিলেন এবং স্বল্প আয়াসে প্রাচীরের শিরোদেশে উঠিলেন। রঘুনাথ তাহার কৌশল ও ক্ষিপ্রকারিত দেখিয়া বিস্মিত হইলেন। প্রাচীরের মাথায় রজ্জ্বনিৰ্ম্মিত অবতারণী সংরক্ষিত ছিল ; অপরিচিত ব্যক্তি তাহ নামাইয়া দিলেন। রঘুনাথ তৎ সাহায্যে প্রাচীরের উপর উঠিলেন ও অপর পৃষ্ঠে নামিলেন । - - রঘুনাথ এক্ষণে মুক্ত। দ্রুতপদে নগর অতিক্রম করিয়া উভয়ে বনপথ ধরিলেন। অপরিচিত ব্যক্তি আগে আগে, রঘুনাথ পশ্চাতে । উভয়ের মধ্যে বাক্যালাপ নাই—বাক্যালাপের অবসর ও રે 89