পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়--রঘুনাথ ও উন্মাদ নাই। বনের মধ্যে নিবিড় অন্ধকার, কিছুই দৃষ্ট হইতেছে না । পথ দেখ দূরে মা’ক, গাছ পালা ও নজর হইতেছে না । সেই গাঢ় অন্ধকারের মধ্য দিয়া অপরিচিত ব্যক্তি অতিদ্রুতপদে নিৰ্ভীকচিত্তে অগ্রসর হইতেছেন। এত দ্রুত ঘাইতেছেন যে, রঘুনাথকে সময় সময় ছুটয় তাহার সঙ্গ লইতে হইতেছে। যখন অরুণোদয়, তখন অপরিচিত ব্যক্তি কহিলেন "রঘুনাথ বসে, ক্লান্ত হ’য়ে পড়েছ ।” রঘুনাথ বসিলেন ; অপরিচিত ব্যক্তির-পানে চাহিয়া দেখিলেন । দেখিলেন, তাহার মুখের ভুরিভাগ কেশে আবৃত ; বয়স নির্ণয় করিতে পারিলেন না। বলিলেন, “আপনার রূপায় আজ আমি মুক্ত।” অপরিচিত । কৃপার মালিক আমি নই, এক জনের হুকুমে দুনিয়া চলছে। রঘু। আপনার পরিচয় জিজ্ঞাসা করতে পারি কি ? অপ। আমার আবার পরিচয় কি ?—আমি ভবঘুরে। রঘু। আপনাকে কি বলে ডাকবে ? - অপ। ডাকবার প্রয়োজন হবে না—আমি এইখান হতেই বিদায় নিচ্ছি । - - রঘু। আপনি নীলাচলে যাবেন না ? - অপ। না ; তুমি যাও । এই পথে যেও ; যদি পথ ভুল হয়

89