পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" "শ্ৰীসনাতন গোস্বামী । রঘুনাথ কছিলেন, “তুমি কে ভাই, আমার জীবন রক্ষা করলে ?” - বালক । আমি ভাই বড় কাঙ্গাল ; কাঠ ভেঙ্গে নিয়ে যাচ্ছিলাম, তোমার চীৎকার শুনে ছুটে আসি । রঘুনাথ । আমি ত ভাই, চীৎকার করিনি, আস্তে আস্তেই ভগবানকে ডেকেছিলাম । বালক । তুমি কি মনে কর ভাই, খুব চেচিয়ে না ডাকলে তোমার ভগবান শুনতে পান না ? রঘুনাথ। তুমি ত আর ভগবান ন ও ভাই, তুমি কেমন করে আমার ডাক্‌ শুনতে পেলে ? বালক । আমি যে তোমার খুব কাছেই ছিলাম, তুমি আমায় দেখতে পা ও নি ; তুমি যে তখন চোখ বুজে ছিলে। আমার তখন বড় আনন্দ হ’য়েছিল। রঘুনাথ । আনন্দ কেন ? বালক। কি জানি ভাই, কেউ চোখ বুজে ভগবানকে ডাকলে আমার ভারি আনন্দ হয় । উভয়ে চলিতে লাগিলেন। রঘুনাথ জিজ্ঞাসা করিলেন, “তোমার বাড়ী কোথা ভাই ?” বালক । সে দুঃখের কথা আর জিজ্ঞেস করো না ভাই ; • কোথায় যে বাড়ী বলি তা’ ঠিক করতে পারছি না। আচ্ছ।

R (to