পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী ভাই, বলতে পার, তোমার উপর আমার এত মায়। পড়ছে কেন ? সুন্দর ছেলে অনেক দেখিছি, কিন্তু তোমার মত এমনটা কখন দেখি নি ; তুমি কে ভাই ? বা । আমি—আমি—আমার নাম প্রেমদাস ; লেখাপড় জানি নে, বড় কাঙ্গাল— বড় গরীব, একটু স্নেহের আশায় লোকের দ্বারে দ্বারে ঘরে বেড়াই। যে ডাকে, তার কাজ করি । থাকবার স্থানেরও ঠিক নেই ; লোকে বলে, আমি বড় চঞ্চল,—আiচ্ছ ভাই, তুমি গান জান ? র। ভাল জানিনে ; নিজে রচনা করে চুপি চুপি নিজে গাই । বা । আচ্ছা, একটা গান করন ভাই । র। আমার নিজের রচনা ? কিন্তু সে ভগবানের নাম, তোমার হয়ত ভাল লাগবে না । ব। আচ্ছা, গাও দেথি । রঘুনাথ গান ধরিলেন— - ওগে| দীন দয়াল, অামায় তোমারি করিয়া লও, আমার সকল কড়িয়া আমায় কাঙ্গাল করিয়া দাও । গৰ্ব্ব অভিসন, ক্ৰোধ দ্বেহী কাম, সকল কাড়িয়া লয়ে আনয় তোমারি করিয়া লও। ধন জন পদ, কামনা গৌরব, সকলি লইয়। প্রভু, আমায় কাঙ্গাল করিয়া দাও । 决@歌