পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—রঘুনাথ ও উন্মাদ বালক । বাঃ, বেশ গাইতে পারত। যদি ও গান আমি ভাল বুঝতে পারলুম না, কিন্তু লাগল ভাল । রন । তুমি একটা গাঁও না, প্রেমদাস ! বা । জ্যটি গান কোথায় পাব ? আমি গান শুনে বেড়াই, গান আমার বেশ লাগে । রন্থ। এত গান শুনেছ, একটা মনে করে বলন । বা । হা, হা, মনে পড়েছে, সেদিন একটা ঝাকড়াচুলো বনের ভিতর ব’সে গাচ্ছিল, মনে পড়েছে। র। বাকড়াচুলো ? তুমি তা’কে দেখেছ ? আহা, সে আমার বড় উপকার করেছে। সে কে ভাই ? বা। একটা ভবঘুরে হবে ; আজ এখানে, কাল সেখানে ; আজ এর কাজ, কাল ওর কাজ, এই করে বেড়াচ্ছে । তুমি কি দিলে ? র। আমি কিছুই দিতে পারি নি ভাই, আমার কাছে কিছু ছিল না ; শুধু কৃতজ্ঞতা জানিয়েছি। বা। ওরে বাপ রে! এতটা দিয়ে ফেলেছ ? আমি হ’লে কৃতজ্ঞতা ছুড়ে ফেলে রেগে গরগর করে চলে যেতাম। র। তবে তুমি কি চা’ ও ভাই ? বা । বলেছি ত, আমি চাই ভালবাসা । র। সে ত তুমি না চাইতেই পা ও । RN ඵ