পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী ব। না, পাই না। লোকে নিজেকেই ভালবাসে । র । আচ্ছ এখন গাও । প্রেমদাস গান ধরিলেন— si তুণি আসিবে বলিয়, রেখেছি খুলিয়, আমার হৃদয়-দুয়ার । আমি কত কাজে রত, আমার আছে কত শত, তবু তোমারে ভাবি অনিবার । আমি আপিন বিলায়ে, - তোমায় সকলি দিয়ে, চিরতরে হয়েছি তোমার । অামি কত ডাকি তোমায়, কত সাধি হে তোমায়, তবু তুমি না হও আমার ॥ রঘুনাথ। বাঃ, বেশ গান ভাই, কিন্তু ভাব বুঝতে পারলুম नीं । বালক । তুমিও বুঝি আমার মত মুখখু ? রঘুনাথ। আমি মুখ কেন হব ? আমি লেখাপড়া জানি । বালক । আমি কিন্তু ভাই, মুখ খুকে বড় ভালবাসি। যে পুথি নিয়ে বিষ্ঠের অহঙ্কার করে, তার কাছ ত’তে আমি সরে দাড়াই। আমি ভাই চলুম, তোমার সঙ্গে আমার যাওয়া হ’ল না । বালক ছুটিয়া পলাইল। রঘুনাথ পশ্চাতে ছুটিতে ছুটতে । .২৫৪