পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী অমর । শ্ৰীকান্ত দাদা লিখেছেন যেতে। এখন আমি শীঘ্র ফিরব না সন্ধু ! যদি কখন মানুষ হ’য়ে দেশে প্রতিষ্ঠালাভ করতে পারি, তবে ফিরব ; নতুবা এই শেষ ভাই। সন্তোষ । আমি যে তোমায় ছেড়ে থাকতে পারব না দাদা ? অমর। আমিই কি পারব সনু ? কিছুকাল অপেক্ষা কর, আমি তোমাকে সেখানে নিয়ে যাব । সন্তোষ । আচ্ছা দাদা, গৌড়ে না গেলেই কি নয় ? অমর | না গেলেই নয় ভাই। আমি মানুষ হ’তে চাই—এমন কীৰ্ত্তি রেখে যেতে চাই, যা অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ কখন ভুলবে না । সন্তোষ দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূৰ্ব্বক দাদার একখানি হাত নিজের হাতের মধ্যে ধরিয়া নীরবে বসিয়া রহিলেন । 一宅米党一 তৃতীয় অধ্যায় হরিদাস খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার অন্তর্গত বুঢ়ন নামে একটা পরগণা আছে। সেই পরগণার মধ্যে সোণাই নদীর তীরে এক >ペ