পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী এই অপরিচিত ব্যক্তি সনাতন । রঘুনাথ দূরে দাড়াইয় তাহাদের কথোপকথন শুনিতে লাগিলেন। হরিদাস বলিতেছিলেন, “তোমার মত জ্ঞানী ও পণ্ডিতের নিকট এ কথা শুনব প্রত্যাশা করিনি, সনাতন ঠাকুর ।” সনাতন । প্রেম কি এতই দুর্লভ ? হরিদাস । হঁী, এতই তুর্লভ। শিখি মহাতি বা রামানন্দ রায়ের কথা যে উল্লেখ করিলে আমার বিবেচনায় তাহার ও কৃষ্ণপ্রেম লাভ করেন নাই । সনাতন। তবে কি জগতে কেহই কৃষ্ণপ্রেম পান নাই ? হরিদাস । বিশুদ্ধ কৃষ্ণপ্রেম কেহই পান নাই। প্রেম কা’কে বলে প্রভু তাহ আচরণ করিয়া জীবকে দেখাইতেছেন, পরে আরও দেখাইবেন । সনাতন। গোপীদের অনুরাগও কি প্রেম নহে? হরিদাস । তাহদের অনুরাগই প্রেম, আর তোমার আমার অনুরাগ প্রেম নয়। গীতায় বা গীতাধৰ্ম্মশ্রয়ীর হৃদয়ে প্রেম নাই । প্রেমের কথা শু শ্রীমদভাগবতে আছে । সনাতন উত্তর করিলেন না, নীরবে চিন্তা করিতে লাগিলেন । এই অবসরে রঘুনাথ অগ্রসর হইয়া হরিদাসের চরণে প্রণত হইলেন । হরিদাস তাহাকে চিনিতে পারিয়া সাদরে বক্ষে ধারণ করিলেন এবং সনাতনের সঙ্গে পরিচয় করিয়া দিলেন। ミ3%