পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় –সন্মিলন ও বিদায় । গুলাম শুনিবামাত্র রঘুনাথ তাহার চরণে প্রণাম করিলেন। বলিলেন, “আপনি আমার আদর্শ, নিত্যপূজ্য, আজ বহু সোঁ ভাগে আপনার চরণগুলি মাথায় ধরিতে পাইলাম।” সনাতন আলিঙ্গন দানে রঘুনাথকে কৃতাৰ্থ করিলেন । পথের পরিচয় দিতে দিতে রঘুনাথ কহিলেন, “জঙ্গলের ভিতর এক বালক অদ্ভূত উপায়ে আমার জীবনরক্ষা করিয়াছে।” হরি। কি রকম ? রঘু। এক ভলুক আমায় তাড়া করেছিল ; আমি কৃষ্ণকে ডাকিতে ডাকিতে ছুটিতে লাগিলাম। যখন ছুটিতে আর পরিলাম না, তখন কৃষ্ণের উপর সমস্ত নির্ভর করে আমি মুদ্রিত নয়নে ভলুকের আক্রমণ প্রতীক্ষা করিতে লাগিলাম। ভলুক না এসে কাঠের বোঝা মাথায় নিয়ে এক বালক এল ! বালকের তাড়নায় ভল্লুক পালাল । হরি। বালকট দেখতে কেমন ? রঘু। অতি সুন্দর-কৃষ্ণবর্ণ। দেখলেই ভালবাসতে ইচ্ছা হয় । হরি। বাড়ী কোথায় বললেন ? . রঘু। বললে বাড়ীর কোন ঠিকানা নেই ; যেখানে ভালবাসার লোক থাকে সেই খানেই তা’র বাড়ী। আরও বললে নীলাচলে ত’ার ভালবাসার লোক আছে ; নীলাচলে আমার সঙ্গে তাই আসছিল। ኟ¢ፃ እዋእ