পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীসনাতন গোস্বামী হরি । এলেন না কেন ? রঘু। আসছিল ; আমি যেমনি বিদ্যার গৰ্ব্ব করেছি, আর অমনি ছুটে পালাল ; বললে, পণ্ডিতের কাছে সে থাক ন । হরিদাস নীরবে চক্ষু মুদ্রিত করিলেন। তাছার আঁখি বহিয়! অশ্র গড়াইতে লাগিল ; অঙ্গে পুলক দৃষ্ট হইল, দেহ শীতে সহস) কম্পিত হইয়া উঠিল । ক্ষণমধ্যে প্রকৃতিস্থ হইয়া জড়িত কণ্ঠে কহিলেন, “রঘুনাথ, ত্রিভুবনের নিধিকে তুমি পেয়ে ও ছেড়েছ । কাছে পেয়ে ও চিনতে পারলে না ? তোমারই বা অপরাধ কি ? তিনি কৃপা না করলে ব্রহ্মার ও সাধ্য নাই তাতাকে চিনে উঠেন ।” রঘুনাথ স্তম্ভিত হইলেন : অবশেষে ধূলায় লুটতীয় পড়িয়া কাদিতে লাগিলেন । ঘে গন বলক গাইয়াছিলেন, সে গানের অর্থ ও ক্রমে তাহার হৃদয়ঙ্গম হইল ; দুঃখে অন্ততাপে রঘুনাথ দগ্ধ হইতে লাগিলেন । । সেইদিন অপরাষ্ট্রে রঘুনাথের জর হইল ; তা’ হইবারই কথা । পথশ্ৰম, উপবাস, মানসিক উদ্বেগ, সুখের দেহ সহা করিতে পারিল না । অষ্টাহ লঙ্ঘনের পর রাত্রিশেষে জরত্যাগ হইল ; তখন তাহার অত্যন্ত ক্ষুধাবোধ হইল, কিন্তু প্রভূর প্রসাদ ভিন্ন অন্য কিছু গ্রহণ করিতে পারেন না । তথন মনে মনে প্রভুর জষ্ঠ রন্ধন আরিস্ত করিলেন । স্তন্ম তণ্ডুল সংগ্ৰহ করিলেন, R (tbr