পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়—সম্মিলন ও বিদায় নানাবিধ শাক সংগ্ৰহ করিয়া সুখে রন্ধন করিলেন এবং সুগন্ধ চাউলের পয়সান্ন রাধিয়া প্রভুর জন্য প্রতীক্ষা করিলেন । তা’র পর মনে মনে আসন পাতিয়া প্রভুকে মুখে বসাইলেন এবং র্তাহাকে আকণ্ঠ পুরিয়া খাওয়াইলেন। মধ্যাহ্নে স্বরূপ দামোদর আসিয়া রঘুনাথকে জিজ্ঞাসা করি লেন, “তুমি নাকি অসময়ে প্রভুকে ভোগ দিয়াছ ?” রন্থ। কই, আমি ত শয্যায় পড়ে আছি, স্নান ও করিনি । স্বরূপ। প্রভু বলছেন, তার অজীর্ণ হ'য়েছে, তোমার রন্ধন নাকি উত্তম হ’য়েছিল । রা। আমি কখন রাধিলাম ? স্বরূপ। তা জানি নে ; তুমি এত রকম শাক রোধেছিয়ে যে, প্রভু লোভে পড়ে সব পেয়েছিলেন, কিন্তু শেষে সহ করতে পারলেন না। তা’র উপর আবার অসময়ে নূতন গুড়ের পায়স । রঘু ও হয়েছে। ও আমার প্রভু, তুমি খেয়েছ ? দয়া আমার, এ কাঙ্গালের উপর এত কৃপা ! - রঘুনাথ ধূলার উপর লুটাইয়া পড়িলেন। সকল বৃত্তান্ত অবগ হইয়া স্বরূপ চমৎকৃত হইলেন। রঘুনাথের তখন আর ক্ষু তৃষ্ণ নাই, প্রভুকে দর্শন করিতে ছুটলেন। রথযাত্রা সন্নিকট। গৌড় হইতে ভক্তেরা আসিয়াছেন প্তাহারা সংখ্যায় প্রায় দুইশত হইবেন ; নীলাচলের ভক্তও ব

  • R&సె