পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়-সন্মিলন ও বিদায় রথ চলিতে লাগিল । উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র রথের আগে আগে সুবর্ণ মাৰ্জ্জনীদ্বার পথ পরিষ্কার করিতে করিতে মার্জিত পথের উপর চন্দনের জল ছিটাইতে ছিটাইতে চলিলেন । প্রভূ তাহার নিজগণকে মাল চন্দন দিয়া শক্তিসম্পন্ন করিলেন ; পরে তাহাদিগকে লইয়া সাতটা কীৰ্ত্তন সম্প্রদায় গঠিত করিলেন। তাহারা গাইতে গাইতে নচিতে নাচিতে রথের আগু পিছু চলিলেন। প্রভু সকল সম্প্রদায়েই নাচিয়া নাচিয়া জীবন দিয়া বেড়াইতে লাগিলেন । আর এক শক্তি প্রভু করিল প্রকাশ । এক কালে সাত ঠাই করেন বিলাস । সবে কহে প্রভু আছে এই সম্প্রদায় । অস্ত ঠাই নাহি যায় আমার মায়ায় ॥ * এইরূপে রথযাত্র সমাপ্ত হইল ; ঝুলন, জন্মাষ্টমী, রাস, দোলযাত্রা, একে একে সব পৰ্ব্বই শেষ হইল। সনাতনের বিদায়ের সময় আদিল । সকলেরই মন অবসন্ন ; সকলেই জানেন, সনাতনের এই শেষ বিদায়। প্ৰভূ তাহাকে প্রায় এক বৎসর কাছে রাখিয় শিক্ষা ও শক্তি দিয়াছেন। যে শরাসন হইতে নিত্যানন্দরূপ দিব্যাস্ত্র বঙ্গের তমোরাশি বিনাশ করিতে নিক্ষিপ্ত হইয়াছিল, সেই শরাসন হইতে সনাতনরূপ ব্ৰহ্মাস্ত্র দুন্দাবনের অন্ধকাররাশি ধ্বংস করিতে নিক্ষিপ্ত হইল। সহায় হইলেন, পঞ্চরথী।*

  • শ্ৰীশ্ৰীচৈতন্যচরিতামৃত । ,

• রঘুনাথ ভট্ট, ঐঙ্গীব, ইরুপ, গোপালভট্ট, রঘুনাথ দাস । శి');