পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়-সম্মিলন ও বিদায় প্রভৃতি অগ্রসর হইয়৷ তাহার চরণবন্দনা করিলেন । প্রভু সপার্ষদ পিড়ার উপর উপবেশন করিলেন । প্রভুর বদন বিষাদচ্ছিন্ন, সুতরাং ভক্তদের ও মুখ মলিন । প্রভু বলিলেন, "সনাতন, তোমায় বিদায় দিতে আমার প্রাণ ছিঁড়িয়া যাইতেছে, কিন্তু উপায় কি ? জীব উদ্ধার কি রূপে হইবে ? তুমি যদি ন স ও, আমাকে যাইতে হয় ।” সনাতন | ইচ্ছাময়, জীব উদ্ধর মূহূর্তে হয় । প্রভু ! কি রূপে সনাতন ? সনা । তুমি জীবের সমুদয় পপ আমাকে দেও, আমি তাদের সকল পাপ নিয়ে অনস্ত কাল নরক ভোগ করি ; তা’হলে তোমার জীব সহজে উদ্ধর হয় ! ইচ্ছাময়, আমার এই প্রার্থনা পূর্ণ কর । প্রভু। তুমি নরকে দুঃখ পেলে সে দুঃখ কি আমার প্রাণে লাগবে না সনাতন ? 傲 সন। সে দুঃখ আমি অম্লানবদনে সহ করব, কিন্তু তুমি যে জীব উদ্ধারের জন্ত পাহাড় জঙ্গলে পদব্রজে অনশনে ছুটাছুটি করে বেড়াবে, তা? আমি সহ করতে পলু না । তোমার চরণতলে একটা তৃণের আঘাত লাগলে আমার যে কোটীকল্প নরক যন্ত্রণার চেয়েও বেশী লাগবে প্রভু। - প্রভুর নয়ন হইতে ঝর ঝর করিয়া জল গড়াইতে লাগিল। ২৬৩