পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* / শ্ৰীসনাতন গোস্বামী সনাতন সূক্তকরে প্রাঙ্গণে দণ্ডায়মান। তাহার ক্লিষ্ট বদন দেখিয় সকলেরই চোখে জল আসিল । ক্ষণমধ্যে প্রকৃতিস্থ হইয়া প্রস্থ কহিলেন “সনাতন, জীব উদ্ধারের জন্তেই তোমাকে বৃন্দাবনে পাঠাইতেছি, কৃষ্ণনামে আমি বিহবল হইয়া পড়ি, অন্ত কোথাও যাইবার আমার শক্তি নাই ; জীবনের অবশিষ্টকাল জগন্নাথদেবের চরণতলে কাটাইব বাসনা করিয়ছি।” সনাতন। প্রভু, আমি প্রফুল্ল অন্তরে নির্বাসন দণ্ড গ্রহণ করিলাম। বুঝিয়াছি, শ্রীচরণ দর্শন আর আমার ভাগ্যে নাই । প্রভূ । আমার মন তোমারই সঙ্গে যাইবে সনাতন ; তুমি যখনই আমাকে ডাকিবে, তখনই আমাকে দেখিতে পাইবে । সনা । তবে আর কিছু চাই না প্রভু, যথেষ্ট আমাকে দিলে। যদি অনুমতি হয় তবে একটা কথা জিজ্ঞাসা করি। প্রত্ন, কি কথা সনাতন ? সনা । কাশীধামে আপনার ক্রোড়ে এক মহাপুরুষকে দেখিয়াছিলাম , তিনি আমার চিত্তকে অধিকার করিয়া ' 'কে বড় বকুল কবিয়া বিয়াছেন। কিন্তু ছৰ্গগাশত আমি সেই মহাপুরুষের পরিচয় অবগত নই। প্রভূ । তুমি কি তাকে আবার দেখেছ? সনা , ঠিক দেখিনি, গান শুনেছি। বৃন্দাবন হ’তে আসবার २७8