পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—হরিদাস থানি গ্রাম আছে। সাড়ে চারিশত বর্ষ পূৰ্ব্বে গ্রামের নাম ছিল, ভাট-কলাগাছি ; এখন নাম হয়েছে, ভার্টুলা-কেরাগাছি। গ্রামের অধিবাসী সকলেই হিন্দু; কিন্তু শাসনকৰ্ত্ত মুসলমান। শাসনকেন্দ্র, খলিফাবাদ (আধুনিক বাগেরহাট)। w মনোহর বন্দ্যোপাধ্যায় দরিদ্র ব্রাহ্মণ ; কলাগাছিতে বহুকাল হইতে বাস করিয়া আদিতেছেন। পত্নীর নাম উজ্জ্বলা, শিশু পুত্রের নাম হরিদাস। গ্রামবাসীর সুখে দুঃখে এক রকমে দিন কাটাইতেছিল ; সহসা তাহার একদিন সভয়ে দেখিল, মুসলমান পাইক দলে দলে পাশ্ববৰ্ত্তী গওগ্রাম ভাটুলায় প্রবেশ করিতেছে। তাহারা ভয় পাইয়া নদীর পথে পলাইবার চেষ্টা করিল ; কিন্তু কৃতকাৰ্য্য হইল না । তথায় পথরোধ করিয়া কালান্তক যমের দ্যায় দাড়াইয়া আছেন, স্বয়ং মহম্মদ পীর আলি । তিনি শাসনকর্তা খাঁ জাহান আলির প্রধান কৰ্ম্মচারী। শাসনকৰ্ত্তার চেয়ে হিন্দুর পীর আলিকে বেশী ভয় করিত ; কেন না, পীর আলি বেহেস্ত গমনের আশায় সুবিধা পাইলেই কাফের ধরিয়া তাহাকে পবিত্র ইসলাম-ধৰ্ম্মে দীক্ষিত করিতেন। মুর্থ হিন্দুর পীর আলির ধৰ্ম্মের মহিমা না বুঝিয়া সুবিধা ও সুযোগ পাইলে পলায়ন পূৰ্ব্বক তাহাদের অপবিত্র ধৰ্ম্ম রক্ষা করিত ; যখন পারিত না, তখন কাদিতে কাদিতে পীর আলির বেহেস্তের পথ পরিষ্কার করিত। এইরূপে কত গ্রাম, কত সন্ত্রান্তবংশীয় ব্রাহ্মণ কায়স্থ ইসলাম ধৰ্ম্মে দীক্ষিত হইয়াছেন। আবার 'vరి